• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

পিরোজপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

banglar anandabazar / ১৬১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

আসিব মল্লিক।। পিরোজপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুরের পৈকখালী হাই স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পৈকখালী গোল্ডেন বয়েজ একাদশ বনাম দক্ষিণ মাটিভাঙ্গা একাদশ। ৯০ মিনিটের নির্ধারিত খেলায় ১-১ গোলে ড্র হলে ট্ররাইবেকারে ৪- ১ গোলে পৈকখালী গোল্ডেন বয়েজ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময়ে গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য এইচ এম সালাহউদ্দিন আহমেদ জাকির এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে, তাই খেলাধুলায় যুব সমাজকে উদ্বুদ্ধ করা উচিৎ। এছাড়াও এসময়ে তিনি পৈকখালী হাই খেলার মাঠটি সংস্কারের ঘোষণা দেন।

এসময়ে অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভান্ডারিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জমাদার । পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাহাবুব ইসলাম জুয়েল ও আহবায়ক কমিটির সদস্য তৌকির আহমেদ।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ী দলের মাঝে চাম্পিয়ান ট্রপি ও রানান আপ দলের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category