এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।। স্থানীয় সাংসদ ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম ফিরোজের পক্ষে অনুসারীরা শনিবার সাংবাদিক সম্মেলন করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার সহ বিশিষ্ট ব্যবসায়ী হাসিব আলম তালুকদারের বিরুদ্ধে মিথ্যাচার, মনগড়া তথ্য ও বিভ্রাটমূলক বক্তব্য দেওয়ার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জসিম উদ্দিন ফরাজীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এসএম ইউসুফ। তিনি লিখিত বক্তব্যে বলেন, গতকাল কতিপয় রাজনৈতিক পরিচয়হীন ব্যক্তি সাংবাদিক সম্মেলন করে জিয়াউল হক জুয়েল সম্পর্কে যে সমস্ত মিথ্যা, বানোয়াট, ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে যে সংবাদ উপস্থাপন করেছেন আমরা উক্ত সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, জনতা ভবনের সাইনবোর্ড নিয়ে যে প্রশ্ন তুলেছে ঐ স্থানে জনতা ভবন, বাউফল-পটুয়াখালী লেখা ছিল। মোঃ জিয়াউল হক জুয়েল ২৬ এপ্রিল বুধবার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হালাদার কে ১৭-০৩-২০২৩ ইং তারিখে খুনের উদ্দেশ্যে ও উপূর্যপুরী হামলা ও কুপিয়ে আহত করার প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখার জন্য জনতা ভবনের সাইনবোর্ড রাতের আঁধারে পরিবর্তন করে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়, জনতা ভবন লেখা সাইন বোর্ড টি লাগানো হয়। লক্ষ্য করে দেখবেন তাও আওয়ামী লীগের কার্যালয় লেখার চেয়ে জনতা ভবন লেখাটি অনেক বড় বলে বক্তব্য দেন।
এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার মোহাম্মদ জাহাঙ্গীর, বাউফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, মদনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিরপুর তাঁতের কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মহসিন, বগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান, নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাদা হাওলাদার ও বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান, সাধারন সম্পাদক মাহমুদ হাসান জামসেদ ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।