ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১ জানুয়ারি সকাল ১০ টায় বই উৎসব করা হয়েছে। এসময় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বধু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক নাকিদ সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান।