স্টাফ রিপোর্টার।। ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ জাতীয় পর্যায়ে কাবাডি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় “কাঠালিয়া ছাত্র কল্যাণ সংস্থা”র পক্ষ থেকে ” চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়”কে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ইস্রাফিল তালুকদার শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসেন, কাঠালিয়া রুপালি ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ নাইম আহমেদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান, চ্যাম্পিয়ন দলের কোচ ও সহকারী শিক্ষক আকতার উদ্দিন শানু, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সগির হাওলাদার, কাঠালিয়া ছাত্র কল্যান সংস্থার সিনিয়র সহ সভাপতি জনাব তাওহীদুল ইসলাম। এছাড়াও কাঠালিয়া ছাত্র কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব মোঃ শামিম আহম্মেদ, সহ সভাপতি সফিকুল ইসলাম স্যার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বৃন্দ, সাধারণ জনগন, শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের এ অর্জনকে ক্রিড়াখাতে কাঠালিয়া উপজেলার শ্রেষ্ঠ অর্জন হিসেবে আখ্যায়িত করেন। সভায় উপস্থিত সকলে চ্যাম্পিয়নদের পুরষ্কার বাবদ ট্রাকসুট ও জার্সি উপহার দেয়ার জন্য মালয়েশিয়া প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর জনাব মামুন হোসেন এবং আমতলী ইউনিক স্পেশালাইজড হসপিটালের পরিচালক জনাব মোঃ রাকিব চৌধুরী রাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।