ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা শহীদ মিনারের সামনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে, অস্থায়ী বেড়িবাঁধ বর্জন করে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছেন।
২৯ মার্চ বুধবার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করাহয়। মানববন্ধনে বক্তব্য রেখেছেন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু সিকদার।
কাঠালিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাসেল সিকদার বলেন, ১৯৭১ সালে ১১ একর সম্পত্তির উপর কাঠালিয়া উপজেলা নির্মান হয়েছে কিন্তু উপজেলা পরিষদটি বিশখালী নদীর তিরে হওয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মান দরকার।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়নের যুবলীগ সাভাপতি মনির হোসেন, তুহিন সিকদার সাভাপতি সামাজিক আন্দোলন কাঠালিয়া, ব্যাবসায়ী মানিক মিয়া। মানববন্ধনে বক্তারা কাঠালিয়া উপজেলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবি জানান।