বাংলাদেশে জন্ম আমার, বাংলাদেশে বাড়ি
জন্মেছি এই বাংলায়, তাই গর্ব আমি করি।
বাংলায় আমার জীবন ধন্য, বাংলার গান গাই
বাংলার মতো শান্তি আমি, আর কোথাও না পাই।
বাংলার মাঠঘাট, প্রান্তর, গিরি পর্বত মালা
মুগ্ধ সবাই আপ্লুত হন, দেখে নদীনালা।
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, দেখিলে চোখ জুড়ায়
বাংলার জল,আলো বাতাস,আর স্নিগ্ধ ছায়ায়।
মাঠে মাঠে সোনার ফসল,পাকা ধান রাশি রাশি
সোনার বাংলার দামাল কৃষক, দেখে হয় ভারী খুশি।
আমার দেশের জামদানি আরো শীতলপাটি
বাংলার মানুষ মাথা নোয়াবার নয়, সবকিছুতেই খাঁটি।
দেশের তরে নিজের জীবন রাখলো তারা বাজি
কেউ বা হলো শহীদ,আর কেউ বা হলো গাজি।
বাংলা আমার বঙ্গ মাতা, বাংলা আমার জান
বাংলা মায়ের মান রাখতে বিলিয়ে দিব প্রাণ।
আমার বাংলাদেশ
খাদিজা ইয়াসমিন
প্রধান শিক্ষক
আমুয়া নাইয়ার খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কাঠালিয়া, ঝালকাঠি
তারিখ:০১.০৪.২০২৩