কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ডা: আব্দুল জলিল মিয়াজী সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের কাঠালিয়া বাসস্টান্ড কর্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে মিয়াজী বলেন, ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কাঠালিয়া উপজেলার ৬ ইউনিয়নে গনসংযোগ, পথসভা, উঠান বৈঠকের মাধ্যমে জনগণের ব্যাপক সারা পেয়েছি, এরই সুবাদে আমি নির্বাচন করার ঘোষনা দিয়াছি, জনগণ আমার সাথে আছে। তিনি আরো বলেন আমি কোনো চেয়ারম্যান প্রার্থীর জোট নাই, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রয়জন হলে জোট করবো। এসময় উপস্থিত ছিলেন, মো. ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মারুফ, হাসিব ভুট্ট, মো. মনিরউজ্জামান খান, মো. বশির হাওলাদার, লুৎফর রাব্বি, বেলায়েত খান প্রমুখ।