কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সবুরেন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করছেন।
সরেজমিনে দেখা যায় সবুরেন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়টির ভবন খুবই জরাজীর্ণ বিদ্যালয়টিতে মোট ১৫০ জন শিক্ষার্থী রয়েছে, বিদ্যালয় একটি শ্রেণিকক্ষের উপরের প্লাস্টার ভেঙে পাঠদান চলাকালীন পড়ে গেছে তার ভিতরেও ক্লাস করছেন শিক্ষার্থীরা, ভয়ে অধিকাংশ শিক্ষার্থীরা ক্লাসে ঢুকছেন না। বিদ্যালয়টিতে একটি নতুন ভবনের দাবি করছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা।
বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ফাতিমা বলেন, ভবনটি জরাজীর্ণ থাকার কারনে ক্লাস করার সময় আমরা খুব চিন্তিত থাকি, ভয়ে অনেকে ক্লাসে আসেনা, আজ উপরের প্লাস্টার ভেঙে পরেছে অল্পের জন্য আমরা বেঁচেছি।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক পরেশ চন্দ্র তালুকদার বলেন, আমাদের বিদ্যালয়ের ভবনটি খুব পুরাত, আজ ৬ মার্চ পাঠদান চলাকালীন উপরের প্লাস্টার ভেঙে পরেছেন, অল্পের জন্য শিক্ষার্থীদের গায়ে পড়েনি। অনেক বড় দূর্ঘটনার হাত থেকে আমরা বেঁচেছি।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম বলেন, ঘটনা শুনে আমি স্কুলটি পরিদর্শন করেছি, ভবনটি খুব জরাজীর্ণ। ওখানে নতুন একটি ভবনের দরকার। বিষটি আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।