ঝালকাঠি প্রতিনিধি।। শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার এজাহর ভুক্ত আসামী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের আঃ মান্নান হাওলাদার এর ছেলে মোঃ শাহদাৎ হোসাইনকে ১৯ মার্চ রাত সারে ১১ টায় তার নিজ বাড়ি গ্রেফতার করেছেন র্যাব-৮।
শাহাদাৎ যশোর জেলার কোতয়ালী থানার আরবপুর পাওয়ার হাউজপাড়া মহিলা মাদাদ্রাসার প্রধান শিক্ষক থাকাকালীন, অত্র মাদ্রাসার ১২ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষন করেন। এ বিষয়ে কোতোয়ালী থানায় ভুক্তভোগী ছাত্রীর মা এজাহার দায়ের করিলে, আসামী শাহাদাৎ গা ঢাকা দেন, এই প্রেক্ষিতে ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালায় র্যাব। ১৯ মার্চ রাত সারে ১১ টায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে শাহাদাৎ কে গ্রেফতার করেছেন র্যাব -৮।