কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুন সিকদার কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ২৯ জানুয়ারী সোমবার বিকালে তার নিজস্ব অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার ঘোষনা দেন। এ সময় তরুন সিকদার বলেন নির্বাচনে জয় লাভ করলে প্রথমেই শালিশি বাণিজ্য বন্ধ করবো। গ্রামকে শহরে রূপান্তরিত করবো।
এ সময় কাঠালিয়া প্রেসক্লাবের দুই গ্রুপের সভাপতি মোঃ বাদল হাওলাদার ও মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাসেল সিকদার ও শহিদুল আলম সহ উভয় প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।