কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠির কাঠালিয়ার লতাবুনিয়া গ্রামে অতি সম্প্রতি সৌদি প্রবাসী মনির ঘরামির বাড়ী ডাকাতি সংগঠতি হয়। এ মামলায় জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত কিছু দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পান্না হাওলাদার ওরফে পান্না বয়াতি ওরফে রানা (৩২), শাহ আলম (৫২) ও নুরু নবী (৩৯)। এদের তিনজনকে খুলনা ও একজনকে ভান্ডারিয়া থেকে আটক করাহয়। আজ ২৬ ফেব্রুয়ারি সোমবার কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, ডাকাতির সাথে জড়িত ঘটনায় খুলনা থেকে তিনজন ও সর্বশেষ ভান্ডারিয়া থেকে একজনকে গ্রেফতার করা হয়। এদের ঝালকাঠি জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত একজন আসামী আদালতে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কাঠালিয়া থানার মামলা নং-০৬, তারিখঃ ০৭/০২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী ২০২৪ সোমবার দিবাগত রাতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়ে। ডাকাতের হামলায় এক নারীসহ তিন জন আহত হয়েছে, ১৯ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকতারা। উপজেলা সৈয়দপুর কচুয়া গ্রামের সৌদি প্রবাসী শামীম ঘরামী ও কুয়েত প্রবাসী মশিউর রহমান ঘরামীর ঘরে এ দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ১২/১৩ জনের মুখোশ ধারী এক দল ডাকাত জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময়ে তাদের হাতে বন্দুক, পিস্তল সহ দেশীয় অস্ত্র সস্ত্র ছিল।
অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা লোকজনদের হাত পা বেধে এলোপাথারি মারপিট করে ডাকাতরা। ডাকাতের মারপিটে মনির হোসেন ঘরামী (৫০), সৌদি প্রবাসী শামীমের স্ত্রী নাছরিন বেগম (৩৫), পিতা মোঃ আবুল হোসেন ঘরামী (৭০) আহত হয়। ডাকাতরা নগদ ২ লক্ষ তিন হাজার টাকা, স্বর্ণ অলঙ্কার ও মূল্যবান মালামাল সহ ১৯ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।