ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দেশের বাতাস, দেশের মাটি – গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জনাব গোলাম আজম সৈকত।
কর্মসূচির আয়োজনে সহায়তা করে কাঠালিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ শাখা ছাত্রদল। বৃক্ষরোপণ অনুষ্ঠানে ছাত্রদল নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলার নির্মাণে ছাত্রসমাজের দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।